কক্সবাজারের উখিয়ার কোটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার ভূমি যারিন তাসরিন তাসিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য ও পশু খাদ্য আইন পরিপন্থী কাজে লিপ্ত থাকার দায়ে ৪টি মামলায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,” উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে রবিবার কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে মৎস্য ও পশু খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫টি মামলায় এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।