কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় নিজ ঘরে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোঃ জামাল হোসেন (২৮) নামে এক যুবক।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিতিংগাছড়ি এলাকায় এঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার মৃত সৈয়দ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ হাশেম বলেন, ওই যুবকের স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। সে আজ নিজ বাড়িতে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এলাকার লোকজন ছুটে আসে। তবে পারিবারিক বিরোধ না থাকলেও সে ভীষণ নেশাগ্রস্থ ছিলো। ধারণা করা হচ্ছে, মাদক সেবন করে সে এই ঘটনা ঘটিয়েছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












