চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে ফ্লোটার সলিউশনস ও প্লোসোলার সলিউশনস লিমিটেডের ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আজিম কাসেম খান ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সেলিম রবিবার (২ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেন।
চবি উপাচার্য অতিথিদ্বয়কে চবিতে স্বাগত জানিয়ে এখানকার বর্তমান সুন্দর একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ সম্পর্কে অবহিত করেন। উপাচার্য বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বর্তমান প্রশাসন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অতিথিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অতিথিদ্বয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের কথা জেনে খুবই খুশি হন এবং এজন্য উপাচার্যের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখার আশ্বাস দেন।