সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী শিশু অপহরণ মুক্তিপণ আদায় এবং শিশু হত্যায় গভীর উদ্বেগ এবং আফছার উল্লাহ ফারুক নামের একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধীকে ডবলমুরিং থানার ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ প্রচেষ্টা মামলায় আসামি করার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে এক মানববন্ধন অদ্য ২৯ শে জানুয়ারি, বিকেল তিন ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (SMM IHRC) চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক, মিসেস তাহেরা আক্তার শারমিন এর সভাপতিত্বে এবং আই.এইচ.আর.সি চট্টগ্রাম উত্তরজেলা’র সাধারণ সম্পাদক, মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউ.আর.জি.সি বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর, মতিউর রহমান সৌরভ।
সম্মানিত অতিথি হিসেবে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (IHRC) চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব, সাংবাদিক এস এম কামরুল ইসলাম, আই.এইচ.আর.সি গ্লোবাল জার্নালিস্টস,
ড. সাজ্জাদ হোসাইন, এপিপি এড. আবু বকর তালুকদার । বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, জানে আলম রনি, মোঃ জসীমউদ্দীন, মোঃ ইব্রাহিম, সাংবাদিক মঈনউদ্দীন আহমদ, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, নারীনেত্রী মনি আক্তার, নাজমা আক্তার, ফারজানা আক্তার, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সাংবাদিক আমিনুল ইসলাম রিপন, মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মোঃ আব্দুর রউফ, মোঃ নুরজামাল চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেত্রী সাংবাদিক রোজী চৌধুরী, মতিয়ারপুর মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক জাহেদ আলী সরদার, হাজী নওশাদ আলী সরদার, মোহাম্মদ রহিমুল্লাহ, সাংবাদিক সমীরন পাল স্বাধীন বর্মন প্রমূখ।
ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আফছার উল্লাহ ফারুক নামক একজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডবলমুরিং থানায় ধর্ষণ প্রচেষ্টা মামলার আসামি করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিভিন্ন মানবাধিকার সংস্থার যৌথ মানববন্ধন।প্রেস রিলিজ