বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সংগঠনের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ ইফরাদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পরিচালনায় ২৫ জানুয়ারি শনিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমাম হোসাইন রেজা।
বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবদুর রব গাজী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদার খান রাকিব। উপস্থিত ছিলেন ছাত্রসেনা ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা শাখা সহ-সভাপতি মুরসালিন আহমদ, কবির হোসাইন, মাহমুদুল হাসান রায়হান, আরিফ ভুইঁয়া, মেশকাত, নুরুল্লাহ রেজা, সহ সাধারণ সম্পাদক তাহফিজ, শাহ পরান, ইমরান, শহিদুল্লাহ, জাওয়াদ, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মজুমদার, অর্থ সম্পাদক আহমদ রেজা, প্রচার সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ নাছিম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্য হাকিম বলেন, অহিংস ছাত্র রাজনীতির মডেল হলো অত্র সংগঠন। বাতিল অপশক্তি ও আদর্শিক চেতনাচ্যূত ছাত্রজনতাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য ১৯৮০ সাল থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন জুলাই বিপ্লবে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করতে গিয়ে হামলা, মামলা ও নির্যাতনকে আলিঙ্গন করে মাঠে এখনও সরব অত্র সংগঠনের নেতা- কর্মীরা। দুনিয়াবি লোভকে উপেক্ষা করে ছাত্রদের মৌলিক অধিকারের পক্ষে আন্দোলনে মাঠে সরব থাকার আহবান জানান ছাত্রজনতাকে।