বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শহীদদের স্মরণে মিলাদ মাহফিল মুহাম্মাদ আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছাত্রনেতা সিয়াম রেযা। সাধারণ সম্পাদক আলী আশরাফ রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সদস্য মুমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আরাফাত, তানভীর, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ রোহান, মুহাম্মদ রিফাত প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, অসুস্থ সমাজের শৃঙ্খলা আর আদর্শিক শিক্ষার গ্রাস হয়েছে। ছাত্ররা আজ দিশাহারা। শিক্ষার কোনো বিকল্প নেই। আদর্শ ও সুস্থসমাজ প্রতিষ্ঠাই সুশিক্ষার প্রয়োজন।