ওয়াচম্যানের প্রতি ডিউটি মজুরি এক হাজার টাকা করার দাবী

চট্টগ্রাম বন্দর শ্রমিক -কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বন্দরে কর্মরত ওয়াচম্যান শ্রমিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বন্দর থানার সাধারণ সম্পাদক সানাউল্লাহ আজমীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম আদনান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর কার্যকরী পরিষদ সদস্য ও বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন।

ওয়াচম্যান কল্যাণ শাখার আহবায়ক জনাব শফিউল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের বন্দর থানা সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম, ষ্টিভিডোর স্টাফ শাখা সভাপতি জনাব আবুল বশর, উইন্সম্যান শাখার সভাপতি ওমর ফারুক, ডক ইসলামী শ্রমিক সংঘের সভাপতি ওমর ফারুক।

সভায় ওয়াচম্যানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়াচম্যান শ্রমিক মোহাম্মদ মনির ও মোহাম্মদ বাবুল প্রমুখ।
সভায় ওয়াচম্যানের প্রতি ডিউটি মজুরি কমপক্ষে এক হাজার টাকা করার জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ওয়াচম্যানসহ সকল সেক্টরের যৌক্তিক দাবি আদায়ে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী কল্যাণ পরিষদ অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে দৃড় প্রতিশ্রতি ব্যক্ত করা হয়।