‘জসিম উদ্দিন আহমেদ শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন’

চট্টগ্রাম নগরীতে চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান ও এল.ডি.পি নেতা জসিম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহল মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও চন্দনাইশ উপজেলার স্বর্বস্তরের জনগণ।

সোমবার (২০ জানুয়ারী) দুপুরে প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা জসিম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহল মার্কেটের ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মানিক বলেন, চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ একজন দানশীল ও প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধা। গেল নির্বাচনে আওয়ামী লীগের দোসর আবু আহমেদ জুনুকে ১৮ হাজার ভোটে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়লাভ করেন তিনি। এসময় মানববন্ধনে বক্তারা আরো বলেন, রংধনু গ্রুপের রফিক সহ অন্যান্যরা মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে তাকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। ওই মিথ্যা মামলায় তিনি জামিনে রয়েছেন। চন্দনাইশ উপজেলার স্বর্বস্তরের জনগণ এখন তাঁর এসমস্ত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানায়।
এদিকে মহল মার্কেটের ব্যবসায়ী বলেন, জসিম উদ্দিন আহমেদ এমন একজন মানুষ যিনি শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং সব সময় চন্দনাইশ উপজেলার স্বর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এবং এখনো আছে। কিন্তু একটি কুচক্রী মহল জসিমের বিরুদ্ধে এ প্রোপাগান্ডা চালাচ্ছে ।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহল মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মানিক, মহল মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন, চন্দনাইশ উপজেলার এল.ডি.পি’র শ্রমিক দলের সভাপতি মঞ্জুর মোর্শেদ, উপজেলা নেতা সালাউদ্দিন। পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আর বিক্ষোভ মিছিলটি লালদীঘি হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন জসিম উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ মাসুদুল ইসলামসহ মহল মার্কেটের ব্যবসায়ী ও অন্যান্যরা।