টেকনাফ শাহপরীর দ্বীপ পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পরিদর্শনে যান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ।

শুক্রবার (৬ ডিসেম্বর)সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের গোলারচর এলাকা পরিদর্শনে আসেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানসহ ৬-৭ কর্মকর্তা শাহপরীর দ্বীপে আসেন।

তারা শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট পরিদর্শন করেন। পরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।