ফটিকছড়িতে অস্ত্র ও মদ উদ্ধারসহ আটক ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে। তারা হলেন ধর্মপুরের আব্দুল মালেকের ছেলে মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) লক্ষ্মীছড়ি জোনের অধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প দুইটি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে দুইটি শট গান, একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ডামি পিস্তল, ৩০৩ ক্যালিবারের একটি গুলি, শটগানের একটি গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, এয়ার গানের ১০০টি গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশি মদ উদ্ধার করে।

আটক সন্ত্রাসীদের ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।