১১ দলীয় ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ১১ দলীয় নির্বাচনি ঐক্য। কারণ, দেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল-সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালাল (রহ.)-এর পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থিদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। আজকের এই জনসভা প্রমাণ করছে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাটিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। মানুষ পুরনোদের আর ক্ষমতায় দেখতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি, এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থিদের রাজনীতি। কারণ, এই দেশ শাহজালালের দেশ। সমাবেশে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যাঁ’ জয়লাভ করলে গণঅভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।

এ সময় তিনি ১১ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে জোটপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ ছাড়া জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।