আগামীর নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

আগামীর নির্বাচন, তরুণ প্রজন্মের ভূমিকা এবং ডিজিটাল বাস্তবতাকে সামনে রেখে “তরুণ প্রজন্ম, নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ” শীর্ষক একটি রাউন্ড টেবিল আলোচনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (YVB) চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির সদস্যরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডের বিভার্লিহিলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাউন্ড টেবিল আলোচনার মূল ভাবনা, উদ্দেশ্য ও আলোচ্য বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। তিনি বলেন, আগামীর নির্বাচন শুধু ব্যালট বাক্সে সীমাবদ্ধ নয়; ডিজিটাল পরিসর, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল আচরণ এখন নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল মাধ্যমে তথ্য যাচাই না করে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করা তরুণ প্রজন্মের নৈতিক দায়িত্ব।

প্রস্তুতি সভায় বিশেষভাবে আলোচনা হয় তরুণ ভোটারদের ভূমিকা ও দায়িত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক ও ভুয়া কনটেন্টের ঝুঁকি, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রোপাগান্ডার প্রভাব, আইন, সাংবাদিকতা ও নৈতিকতার গুরুত্ব এবং তরুণদের ডিজিটাল সচেতনতা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে।

সভায় বক্তারা বলেন, আগামীর নির্বাচন শুধু ভোটকেন্দ্রে নয়, বরং ডিজিটাল পরিসরেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল তরুণ প্রজন্মই কার্যকর নেতৃত্ব দিতে পারে।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর আরেফিন বিল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।