রবি ঘোষ। তিনি একজন উপমহাদেশের বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৩১ সালের ২৪ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। ১৯৪৯ সালে তিনি সাউথ সুবর্ধন মেইন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৩ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত তিনি বংশাল কোর্টে কাজ করেন। বিচিত্র চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বাংলা চলচ্চিত্র জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র উপস্থাপনার জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তিনি ছিলেন অতি পরিচিত মুখ। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ ও টেলিভিশন তথা ছোটপর্দায় অভিনয় করেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হন। ১৯৫৯ সালে তিনি আহ্বান চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তপন সিনহার গল্প হলেও সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। ১৯৬৮ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গুপী গাইন বাঘা বাইন চরিত্রে তার অভিনয় চলচ্চিত্র জগতেরই এক মাইলফলক। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে অভিযান, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, গুপী বাঘা ফিরে এলো, আগন্তুক, পদ্মা নদীর মাঝি, হাঁসুলীবাঁকের উপকথা, নৌকাডুবি অন্যতম। পরিচালনা করেন নিধিরাম সর্দার নামের একটি চলচ্চিত্রও। ছিলেন চলাচল থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা।
১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি এই অসম্ভব মেধাবী শিল্পীর জীবনাবসান ঘটে।