পাহাড়তলী ওয়ার্ড়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল
করোনাভাইরাসের কারনে খেটে খাওয়া অসহায় মানুষের কষ্ট লাগবে সামাজিক
দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ১৩ নং পাহাড়তলি
ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের ব্যক্তিগত পক্ষ থেকে
বিগত কয়েকদিন ধরে পাহাড়তলি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ১৭০০ পরিবারের মাঝে
প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন কর্মসূচির অংশ হিসেবে আজ ৫ মে মঙ্গলবার
দুপুরে হতদরিদ্র দিনমজুর ও রোজাদার ৩০০ পরিবারের মাঝে চাউল, আলু, ডাল,
পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে জাহাঙ্গীর আলম দুলাল বলেন, ত্রাণ তৎপরতা নিয়ে
আওয়ামী লীগ মিথ্যাচার করছে। বিভিন্ন ওয়ার্ড়ের সরকারী ত্রাণের তালিকায়
শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম তালিকাভুক্ত করছে। ত্রাণের চাল ডাল
আওয়ামীলীগ নেতাদের ঘরে পাওয়া গেলেও অসহায় মানুষ মানুষ পাচ্ছে না। বিএনপি
ক্ষমতায় না থাকলেও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে করোনাকালীন এ দূর্যোগের
শুরু থেকে জনগণকে সচেতন করা, খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। যতদিন এ
পরিস্থিতি স্বাভাবিক না হয়, সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীতেও ত্রাণ
কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: মিল্টন, নগর
স্বেচ্ছাসেবক দল নেতা মো: সারোয়ার, মাহবুব খালেদ, মো: হারুণ, মো: মনির
প্রমূখ।