বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কতৃক আয়োজিত নভো থিয়েটার বিজ্ঞান মেলায় নগরীর মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র তানভীর ও তার তিন সদস্যের দল বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় বিশেষ স্থান অধিকার করে নন্দিত প্রত্যয়নে অভিষিক্ত হয়েছে। তানভীর “নবায়নযোগ্য প্রাকৃতিক পরিবেশ” প্রজেক্ট উপস্থাপন করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। সে শিশুসাহিত্যিক ও দৈনিক প্রিয় চট্টগ্রামের সহ-সম্পাদক তসলিম খাঁ’র ছেলে।
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ নভেম্বর চট্টগ্রামে দুইদিন ব্যাপী চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পাশে অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কতৃক আয়োজিত নভো থিয়েটার এস্ট্রো বিজ্ঞান মেলা। মেলায় উপস্থিত ছিলেন মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আকতার, সহকারী শিক্ষক মো. আলী, সহকারী শিক্ষক মেরী চৌধুরী, শিখা রানী দাশ, দোরদানা সিদ্দীকা, কওছার আফরোজ ও আয়েশা আকতার মুক্তা প্রমূখ। তানভীরের ইচ্ছা সে মার্কিং সমাজবিজ্ঞানী কাল মাক্স ও বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের মত বিজ্ঞানী হতে চায়। বিজ্ঞপ্তি