শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রার্থনা সভা

শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ১৮ নভেম্বর হাজারী লেইনস্থ “গুরুকৃপা” কার্যালয়ে আন্তর্জাতিক শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি, দানশীল ব্যক্তিত্ব মহানুভব শ্রী সুধীর রঞ্জন চৌধুরী ও তাঁর সহ-ধর্মিনী ভক্তিমতি ঝরণা রানী চৌধুরী।

রোগ মুক্তি কামনায় শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রার্থনা সভা আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ভগবত পাঠক ও কীর্তনিয়া শ্রী সম্ভু নাথ দাশ, ডা. সুধীর নাথ, সভাপতি প্রকৌশলী কান্তি লাল দাশ, সুনীল চৌধুরী, সাধারণ সম্পাদক কৌশিক ধর, অজয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, মিহির চৌধুরী, অনিল পাল, আশীষ দাশ, কাজল বণিক, দেবব্রত বণিক দেবু, কিরণ শর্মা, বিশ্বজিৎ আচার্য্য, রাজিব রায়, অমিত দাশ, বাবুল নাথ, চন্দনা ধর, রূপম ধর সবাই একসাথে দাদা-দিদির জন্য রাধা মদন মোহনের শ্রীচরণে রোগমুক্তি জন্য প্রার্থনা করেন।