সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের লবণ শিল্পনগরী ইসলামপুরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনভর কক্সবাজার -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক’ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে ধানের শীষের মিছিল ও গণসংযোগ করা হয়েছে। এই প্রচারকে ঘিরে এলাকার ওয়ার্ড, হাটবাজার, রাস্তা ও জনবহুল স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় স্থানীয়দের মধ্যে ৩১ দফা বার্তা পৌছে দেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি।

এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই নির্বাচনী প্রচারে স্থানীয় পর্যায়ে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। ইসলামপুর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট হাতে নিয়ে তিনি বাজােরের দোকানে দোকানে ঘুরে ঘুরে প্রচার চালান।
এ সময় চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, ঘরে ঘরে মানুষের কাছে ধানের শীষের পক্ষ থেকে ৩১ দফার বার্তা দিচ্ছেন। আগামীতে ঘরে ঘরে গিয়ে তারা প্রতিশ্রুত পূরণে মানুষের প্রাপ্তির গল্পগুলোও শুনতে চান। ধানের শীষের প্রচার চলাকালে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর তাজ জনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে
লিফলেট বিতরণকালে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিনিধিত্ব করতে মাঠে নেমেছেন তারা।
গণসংযোগকালে সাবেক মেম্বার মোঃ ইলিয়াছ, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুচ সালাম, পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকতার উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশিদ, শফিউল আলম শান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











