চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাব পরিদর্শনে ইউএনও মহিউদ্দিন

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী সমাজ সেবা ও ক্রীড়া মূলক প্রতিষ্ঠান “সবুজ সংঘ ক্লাব”পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

তিনি রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় চন্দ্রঘোনাস্থ বারঘোনা সবুজ সংঘ ক্লাব (রেজিনং,রাঙ্গা-১০/৩০৩) পরিদর্শন করেন। এসময় তিনি সবুজ সংঘ ক্লাবের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধি করা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ, সবুজ সংঘ ক্লাবের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ সবুজ সংঘ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।