বোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গাছ থেকে পড়ে এক দিনমজুর মারা গেছেন।

নিহত দিনমুজুরের নাম মো. ফারুক (৫৬)। সে ফারুক কুলাল পাড়ার মো. আমীর আলীর ছেলে। তার ৩ ছেলে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়ার নবী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ফারুকের বড় ছেলে মো. সাগর জানান, সকাল ১১টার দিকে ডাল কাটার জন্য নিজের বাড়ির রেইনট্রি গাছে উঠে ছিলেন ফারুক। একপর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।