তাহসীন হত্যা মামলা: সাজ্জাদের দুই সহযোগী রিমান্ডে

চট্টগ্রামে তরুণ আফতাব উদ্দিন তাহসীন হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেনের দুই সহযোগীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ আদেশ দেন চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. হেলাল ও ইলিয়াছ হোসেন অপু।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোমিনুল ইসলাম বলেন, ‘গত ২৬ অক্টোবর তাদের গ্রেফতারের পর উভয়ের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ আদালত হেলালের ৩ দিন এবং অপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

তিনি জানান, তাহসীন হত্যাকাণ্ডে হেলাল এবং অপু দুজনেই সাজ্জাদের সহযোগী হিসেবে কাজ করেছে। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। সাজ্জাদকে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে গত ২১ অক্টোবর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে দিবালোকে গুলি করে আফতাব উদ্দিন তাহসীন (২৬) নামে এক তরুণকে হত্যা করা হয়। তাহসীন আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে বাবলার অনুসারী। সাজ্জাদ হোসেন এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে তাহসীনকে গুলি করে হত্যা করেছে।

এ ঘটনায় সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে মঙ্গলবার রাতে চান্দগাঁও থানায় মামলা করেছেন নিহত আফতাব উদ্দিন তাহসীনের বাবা মো. মুছা।

পরে গত ২৫ অক্টোবর নগরের পাঁচলাইশ ও রাউজান উপজেলায় অভিযান চালিয়ে মো. হেলাল এবং ইলিয়াছ হোসেন অপুকে গ্রেফতার করা হয়। ২৭ অক্টোবর হত্যাকাণ্ডের ঘটনাস্থল অদুরপাড়া এলাকা থেকে মো. এমরান নামে এক দোকানের কর্মচারীকে গ্রেফতার করা হয়।