মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): ২০২৪-২৫ অর্থ বছরে রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষন প্রাপ্ত ইমামাদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মো. সোলাইমান, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম হাফেজ আবুল কালাম, কেয়ারটেকার মো. সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও কেয়ারটেকার মাওলানা আব্দুস ছালাম প্রমখ। প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের বলেন, মসজিদের পাশে পরিত্যক্ত জায়গায় বিভিন্ন মৌসুমি ফল লাগানোর পরামর্শ দেয়া হয়। এতে করে সকলে স্বাবলম্বী হতে পারবেন।এবং জুমা বার সরকারি ভাবে কম খরচে নিরাপদে হজ্জে যাওয়ার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার বিষয়ে বলা হয়। এছাড়া এইচপিভি টিকা নেওয়ার বিষয়ে জুম্মাবার মসল্লিদের সচেতন করার বিষয়ে সকলের সহযোগীতা চাওয়া হয়।এসময় সকল ইফার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও গণশিক্ষার শিক্ষক গণ উপস্থিত ছিলেন।