তারেক রহমানের ৩১ দফা প্রচারপত্র বিতরণ করছেন নাঙ্গল মোড়া বিএনপি

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হকের নির্দেশনায় হাটজারীর নাঙ্গল মোড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সদ্য ঘোষিত ৩১ দফা ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির প্রচারপত্র বিলি করেছেন নাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ মীর কাশেম, হাটহাজারী উপজেলা বিএনপি নেতা আবদুল রশীদ মেম্বার, শফিউল আলম, হাজী মনির আহমদ, সেলিম হাসান, আহসান হাবীব মাসুম, দিদারুল আলম মুন্সি, মাওলানা জাহাঙ্গীর, আবদুল মান্নান, রহিম উদ্দিন রাজু, তাজুল ইসলাম, নুরুল আবছার সুমন, হুজ্জাতুল ইসলাম, বখতেয়ার ইসলাম বাচ্চু, ওয়াহিদুল আলম, হাফেজ মোহাম্মদ হেলাল, বাবুল রহমান, আরাফাত রহমান আবদুল হালিম, ফরহাদুল আলম রুবেল, আসিফ চৌধুরী, নুরুল ইসলাম, আসিফ ইকবাল ও প্রমুখ।