বিশ্বকাপ বাছাই: মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলে এখনও শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশি-নীলদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা।

ঘোষিত দলে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। অপরদিকে কাফ ইনজুরি থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোও। এছাড়া চমক হয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ নিকো পাজে।

তবে এই দুই ম্যাচে ফিফার নিষেধাজ্ঞার জন্য আর্জেন্টিনার জার্সি গাঁয়ে চড়ানো হবে না এমিলিয়ানো মার্টিনেজের। এমির বদলি হিসেবে অবশ্য নতুন কাউকে নেওয়া হয়নি। স্কোয়াডের নিয়মিত গোলরক্ষকদের উপরই আস্থা রেখেছেন স্কালোনি।

বাছাইপর্বের সূচি অনুসারে, আগামী ১০ অক্টোবর দিবাগত রাত ৩টায় (বাংলাদেশ সময়) ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। আর ১৬ অক্টোবর ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-মার্টিনেজরা।

দুই দলের দেখায় এখন পর্যন্ত আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ১৪ বারের দেখায় ১০ বারই জিতেছে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে ভেনেজুয়েলা। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালে। সেবার ৩-০ গোলে জিতেছিল স্কালোনির শিষ্যরা।

অপরদিকে আর্জেন্টিনা ও বলিভিয়া মুখোমুখি হয়েছে মোট ১৬ বার। তার মধ্যে ১১ ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। ৩ ম্যাচ ড্র ও বাকি দুটিতে জিতেছে বলিভিয়া। দুই দলের সবশেষ দেখা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৬ ও উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। চারে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১১।

আর্জেন্টিনা স্কোয়াড-
জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, হেরমান পেতসেয়া।, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, তিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, ভালেন্তিন কারবোনি।