সভাপতি শাহাদাত, সম্পাদক ইস্রাফিল
মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা রাঙামাটি কার্যালয়ের প্রস্তাব অনুযায়ী কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা। এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ার লক্ষ্যে কাপ্তাই উপজেলায় আগামী ৩ বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসেবে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, সমাজকর্মী নুর বেগম মিতা, সাধারণ সম্পাদক হিসেবে মুক্তিযোদ্ধা ইস্রাফিল ও সদস্য হিসেবে হেডম্যান অরুন তালুকদার, সংবাদকর্মী মো.কবির হোসেন, শিক্ষক মো.মাহাবুব হাসান বাবু, নার্স লাল রুই মই বম ও শিক্ষক জয়শ্রী তঞ্চগ্যাকে নির্বাচীত করা হয়।