রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে গেল বাংলাদেশ।
শনিবার (২৮ সেপ্টেম্রব) সন্ধ্যায় ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ সমতায়।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হবে। যে কারণে এই ম্যাচে ৯০ মিনিটের পর অতিরিক্ত কোনো সময় দেয়া হয়নি, খেলা গড়িয়েছে সরাসরি টাইব্রেকারে।
পরে টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।