ম্যাচ মাঠে গড়াতেই দলকে লিড এনে দেন অ্যালান ব্রান্দি। এরপর অবশ্য গোলের দেখা পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল তারা।
ফুটসাল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিট। কিছু বুঝে ওঠার আগে গোল হজম করে বসলো ক্রোয়েশিয়া। নিঁখুত শটে জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন ব্রান্দি। তাতে ৪ ম্যাচে ৭ গোল করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় নাম লেখান তিনি। ৯ গোল করে তার উপরে আছেন ব্রাজিলের মার্সেল।
ম্যাচের শুরুতে গোলের দেখা পেয়ে গেলেও পরের গোলটি পেতে বেশ সংগ্রাম করতে হয় আর্জেন্টিনাকে। এর মধ্যে বেশ কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করেছিল ক্রোয়েশিয়াও। শেষমেশ দ্বিতীয়ার্ধের খেলা আবার মাঠে গড়াতে আর্জেন্টিনার ব্যবধান ২-০ করেন মাতিয়াস রোজা।
এরপর আবার দুদলের মধ্যে চলে একের পর গোলের চেষ্টা। সব মিলিয়ে ৪০ মিনিটের ম্যাচে ৩৬ বার চেষ্টা করে ৯টি শট লক্ষ্যে রাখলেও জালে জড়াতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া। অন্যদিকে আর্জেন্টিনার ২৯ শটের ১০টি ছিল লক্ষ্য বরাবর।
কিন্তু কেউই আর গোলের দেখা না পেলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। নিশ্চিত হয় তাদের শেষ আটের টিকিট। যেখানে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর সেমিফাইনালের টিকিট নিশ্চিতের মিশনে মাঠে নামবে ব্রান্দিরা।
এর আগে ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছিল আর্জেন্টিনা। ফুটসাল বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার স্বাদ পেতে তাদের জিততে হবে আরও তিনটি ম্যাচ।