কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামলেও প্রথম আট ওভারে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ সাবলীল। তবে, ইনিংসের নবম ওভারে এসে খেই হারালেন ওপেনার জাকির হাসান। দলীয় ২৬ রানের মাথায় আকাশ দীপের বলে শট খেলতে গিয়ে স্লিপে থাকা জয়সওয়ালের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ওপেনার। অবাক করার মতো বিষয় হলো ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের
আগে থেকেই অনুমেয় ছিল দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। আর তাই হয়েছে। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
কানপুরের পিচ নিয়ে আলোচনায় বেশ কদিন ধরেই। কালো মাটির পিচ হওয়ায় ব্যাটারদের পক্ষেই কথা বলবে ধারণা দিয়েছেন ধারাভাষ্যকার মুরালি কার্তিক। সেই হিসেব মাথায় নিয়েই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
বৃষ্টির বাধায় টস হতে দেরি
বৃষ্টির কারণে দেরিতে শুরু হচ্ছে কানপুর টেস্ট। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস শুরু করা যায়নি। এরপর ১০টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়েছেন, টস হবে বাংলাদেশ সময় সাড়ে ১০টায়। খেলা শুরু হবে ১১টায়।