পটিয়া আমিরুল আউলিয়া হযরত শাহসূফী আমিরুজ্জামান শাহ (ক.) পৌত্র হাদিয়ে জামান হযরত মাওলানা আবু ছৈয়দ শাহ আমিরভান্ডী (ক.) ২৫ তম বেছাল বার্ষিক ওরশ উপলক্ষে আমিরভান্ডরী একাডেমীর উদ্যাগে শিশু কিশোর মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর, শুক্রবার সকালে গাউসিয়া রহমান মঞ্জিলে মোহাম্মদ শাহাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ওরশ পরিচালনা কমিটির অরগানাইজেশন সেক্রেটারি মুহাম্মদ সাইফুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন আমিরভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদাশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমিরভান্ডরী। উদ্বোধক ছিলেন মাসিক সুন্নী জগৎ পত্রিকার নিবার্হী সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আমির হোসেন শাহ আমিরভান্ডারী,মাওলানা সৈয়দ ছদারুল মোস্তফা আমিরী, মিন্টু কুমার দাশ, আনজুমান-এ- রহমানির সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোহাম্মদ নিজাম উদ্দীন, ফয়েজ আহমদ আল কাদেরী,নাছির উদ্দিন, আমির ভান্ডারী একাডেমীর আহবায়ক আসাদুর রহমান, যুগ্ম আহবায়ক আবু তৈয়ব হ্নদয় সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ও অবিভাবক উপস্থিত ছিলেন। শেষে হামদ, নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।