সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলী :
১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।
১৯৬৪ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।
১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
১৯৭১ – কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অব ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
১৯৭৬ – জাতিসংঘে যোগ দেয় সেশেল।
১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।
১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।
১৯৮৪ – ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।
১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।
২০১৩ – আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।
১৯৭০ – সোভিয়েত কেট লুনা-১৭- এর চন্দ্রে অবতরণ।
২০২২ – কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
জন্ম :
১৮৪২ – দ্বিতীয় আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।
১৮৬৬ – এইচ জি ওয়েল্স, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৭৫ – কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি।
১৮৯১ – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক।
১৮৯৮ – তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।
১৯০১ – লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯০৯ – ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার।
১৯১৯ – ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
১৯২৬ – পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।
১৯৪৭ – স্টিফেন কিং, মার্কিন লেখক।
১৯৫৪ – শিনযো আবে, জাপানী সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৭ – অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।
মৃত্যু :
খ্রিস্টপূর্ব ১৯ – পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।
১৮৩২ – ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।
১৮৬০ – জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।
১৯৩৩ – ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্ট।
১৯৪৪ – গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।