ভক্তদের কাছে তিনি অনুপ্রেরণার আরেক নাম। ক্রিস্টিয়ানো রোনালদো—নামটিই যথেষ্ট উন্মাদনা ছড়াতে। ভক্তদের কাছে তার ভুলগুলোও ফুল হয়ে ওঠে। আর সেই ফুলের বাগানে একের পর এক অর্জনে নিজের নাম লেখান পর্তুগিজ মহাতারকা। দিনে দিনে ছাড়িয়ে যান নিজেকেই।
ফুটবল দুনিয়ায় রোনালদোর রেকর্ডের শেষ নেই। একে অপরের সমার্থক বললে বাড়িয়ে বলা হবে না একরত্তিও। মাত্র কিছুদিন আগে একবিংশ শতাব্দীর প্রথম ফুটবলার হিসেবে গড়েছিলেন ৯০০ গোলের রেকর্ড। এবার গড়লেন আরেক রেকর্ড। যা কেবল ফুটবল দুনিয়ায় নয়, গোটা দুনিয়াতেই বিরল। যেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বীই নেই।
ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স, ইউটিউবসহ আর কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে রোনালদোর অনুসারী সংখ্যা এখন ১০০ কোটি বা এক বিলিয়ন! ইতোমধ্যে সংখ্যাটি আরও বেড়েছে, তা না বললেও চলে। গত মাসেই যেমন ইউটিউব খুলে গড়েছিলেন সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড। ফেসবুকের সিংহাসনে তো বসে আছেন বহু বছর ধরেই।
এমন অর্জনের কথা নিজেই জানালেন সিআরসেভেন। তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করলেন খুশির মুহূর্তটি। তাতে দেখা যায়, ইংরেজিতে ‘ওয়ান বি’ লেখার মাঝে তার বর্ণিল ক্যারিয়ারের নানা মুহূর্তের ছবি দিয়ে সাজানো। নিচে লিখেছেন—কোটি স্বপ্ন, একটি যাত্রা।
ছবির ওপরে রোনালদো লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি। এক বিলিয়ন অনুসারী। এটি একটি সংখ্যার চেয়ে বেশি। এটি আমার অর্জন, একাগ্রতা, পরিশ্রম এবং খেলাটির প্রতি ভালোবাসার চেয়েও বেশিকিছু।’