যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তি বাতিল করা এ দুই প্রেস মিনিস্টার হলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) মো. আশিকুন নবী চৌধুরী এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এ জেড এম সাজ্জাদ হোসেন।

এর আগে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও কোলকাতা মিশনের প্রেস সচিব রঞ্জন সেনের চুক্তি বাতিল করা হয়।