প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে কাপ্তাইয়ের শিক্ষকরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই
করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কার্যক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই ত্রান তহবিলে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহামেদ জানান, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কার্যক্রমে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে সহায়তার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ১ দিনের বেতন স্বরুপ সর্বমোট ১ লাখ ৮ হাজার ৭ শ’৪১ টাকা রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়েছে।
যার মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে ৪ হাজার ৫৪ টাকা, কর্ণফুলী সরকারি কলেজ হতে ৩১ হাজার ১শ’ ৮ টাকা, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ১২ হাজার ৫ শ’ ৪৭ টাকা, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৮ হাজার ৬ শ’ ৪১ টাকা, পাহাড়িকা উচ্চ বিদ্যালয় হতে ১০ হাজার ৪৫ টাকা, ডংনালা উচ্চ বিদ্যালয় হতে ৫ হাজার ৫শ’ ৪৯ টাকা, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে ৯ হাজার ২১ টাকা, বড়ইছড়ি সরকারি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় হতে ৮ হাজার ৫০ টাকা, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১১ হাজার ৯ শ’৫০ টাকা, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ৭ হাজার ৭শ’ ৪৬ টাকাসহ সর্বমোট ১ লাখ ৮ হাজার ৭ শ’৪১ টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে প্রদান করা হয়েছে।