গতকাল সকালে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ডিসি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আতহার নূর কায়েফের লাশ আজ শনিবার ভোরে কলাতলী পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। তার স্বজনেরা লাশটি খুঁজে পান।
কায়েফের নামাজে জানাজা আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এরপর উখিয়ার ভালুকিয়া গ্রামের বাড়িতে সকাল ১১টায় দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়েছে।
মেধাবী ছাত্র আতহার নূর কায়েফ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সদস্য ছিলেন। তার পিতা বশির উদ্দিন একজন সাবেক সংগঠক।