গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রমজানের এক মাসের অনুশীলন সারা বছর আমাদের ত্যাগ ও সংযমের জন্য সহায়ক হয়। তাই রমজানের শিক্ষা যেন ভুলে না যাই। বরং বছরজুড়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখা চাই। কেননা রোজা নিছক উপবাস থাকা, পানাহার বর্জনের নাম নয়। এর বিশেষ তাৎপর্য ও দর্শন রয়েছে। রয়েছে এর দৈহিক, আত্মিক, নৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উপকারিতা। রমজানের এ সর্বব্যাপী শিক্ষার আলোকে সারা বছর নিজের জীবন পরিচালিত করতে না পারলে নিছকই উপবাস থাকা ছাড়া রমজানে আমাদের আর কোনো অর্জন নেই। রমজান মুসলমানদের জীবনে ইবাদতের সঙ্গে বিশেষ অন্তরঙ্গতা গড়ে তোলে। কুরআনের সঙ্গে ভালোবাসা স্থাপন করে। হালাল উপার্জনের প্রেরণা দেয় এবং পরিশ্রমের মানসিকতা তৈরি করে। মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। রমজানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ত্যাগ ও সংযমের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা তথা খোদাভীতি অর্জন করা। গাউসিয়া কমিটি বাংলাদেশ আমেরিকা নিউইয়র্ক শাখার উদ্যাগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ মঈনুল হকের পরিচালনায় সম্প্রতি নিউইয়র্ক ব্রুকলিন ম্যাকডোনাল্ড অ্যাভিনিউস্থ চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে গাউছিয়া কমিটি সহ আমেরিকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক এ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। মুনাজাতে ফিলিস্তিন সহ বিশ্বের সকল মুসলিমের রহমত, মাগফেরাত এবং নাজাতের জন্য দোয়া কামনা করা হয়।