চবিতে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের অন্যত্র স্থানান্তর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ের পাদদেশে অধিক ঝুঁকিতে বসবাস করা কিছু পরিবারকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানান্তর করতে নতুন জায়গা নির্বাচন করা হয়েছে।
এ লক্ষে সোমবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমেদ বলেন, পাহাড়ের পাদদেশে অধিক ঝুঁকিতে বসবাস করা কিছু পরিবারকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানান্তরের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণের জায়গাটি নির্বাচন করা হয়েছে। তাদের ওইখানে নিয়ে আসা হবে।

সূত্র মতে, ক্যাম্পাসে পাহাড়ের ৭৬ বসতঘর ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে ২৬ বসতঘর অতি ঝুঁকিপূর্ণ।