কাপ্তাইয়ে চুরির টাকা সহ দুর্ধষ চোর আটক

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া টাকা সহ দুর্ধষ এক অপরাধীকে আটক করেছে। তার নাম মোঃ শহীদুল ইসলাম আকাশ। আটক আসামীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। থানা সূত্র জানায়, গত শনিবার(২৪ ফেব্রুয়ারী) সকালে কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক হাটবারের দিন চট্টগ্রামস্থ বোয়ালখালী থানাধীন জৈষ্ঠ্যপুরা এলাকার বাসিন্দা মাধব চন্দ্র দাস তার মেয়ের বিয়ের বাজার করতে জেটিঘাটে আসে। এসময় জেটিঘাট ভাই ভাই হোটেলের সামনে থেকে বিয়ের বাজার করতে আসা মাধব চন্দ্র দাসের ৪০ হাজার টাকা কৌশলে চুরি করে নেয় দূর্ধষ চোর। বিষয়টি হাটবারে বাজারে ডিউটিরত পুলিশ টিমের কানে পৌঁছায়। এসময় থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে পুলিশ টিমের সদস্য এসআই আল আমিন, এএসআই লিটন মিয়া, এএসআই রবিউল আলম, এএসআই মুরাদ মিয়া, এএসআই যতিন্দ্র ত্রিপুরা ও সঙ্গীয় ফোর্স বাজারে আগত স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে জেটিঘাট সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে দুর্ধষ চোর মোঃ শহীদুল ইসলাম আকাশ(২৫) কে আটক করে তার দেহ তল্লাশি করে চুরি করা ৪০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। সে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন উত্তর লক্ষ্যারচর, শিকলঘা মাঝির পাড়া গ্রামের মোঃ আবুল কালাম প্রকাশ চোরা আবুল কালামের পুত্র। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল স্বীকার করে, সে নাম, ঠিকানা পরিবর্তন করে জেলার বিভিন্ন স্থানে খুন, ছিনতাই, চুরি সহ নানা অপরাধে জড়িত থাকায় তার বিরোদ্ধে ১০টি মামলা রয়েছে। পরে চুরি হওয়া টাকার মালিক মাধব চন্দ্র দাস বাদী হয়ে কাপ্তাই থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। আটক আসামীকে জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন জানান, আটক শহীদুলকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার নিজ ঠিকানায় স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা গেছে শহীদুল একজন দুর্ধষ অপরাধী।