শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই:
শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে ।
দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পিডিবি, উপজেলা শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, স্কাউটস, বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এদিকে, বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার ও সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।