কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই:
কাপ্তাইয়ে ন্যাশনাল পার্কে ৭ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে অজগর সাপটি অবমুক্ত করে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গত বৃহস্পতিবার
রাঙামাটির কল্যাণপুর এলাকা থেকে নিরাপত্তা জনিত কারণে সাপটি ধরে সদর বন বিভাগ। পরে সদর বিটের বন কর্মী সহ কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিটের ন্যাশনাল পার্কে সাপটি অবমুক্ত করে।