মুশফিক টপকে গেছেন রাহুল দ্রাবিড়কে

উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এক ব্যাটসম্যান। তিনি এই বিশ্বকাপে গড়লেন অন্যন্য এক রেকর্ড। বিশ্বকাপে ৮শ’র অধিক রান, পাশাপাশি ২৫ ডিসমিসালের ঘটনা মাত্র তিনটি। সেই লিস্টের ৩ নম্বর নামটি লাল সবুজের এই প্রতিনিধির।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমের উপরে রয়েছেন মাত্র ২ জন। সেখানে এক নম্বরে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। আর দুই নম্বরে অস্ট্রেলিয়ান গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট।
২৮ ম্যাচে ৮৬১ রান আর ২৭টি ডিসমিসালে তিনি টপকে গেছেন রাহুল দ্রাবিড়কে। ২২ ম্যাচে ৮৬০ রান আর ১৬টি ডিসমিসালে চারে ভারতের রাহুল দ্রাবিড়। ৩৭ ম্যাচে ১৫৫২ রান আর ৫৪টি ডিসমিসালে এই তালিকায় শীর্ষে সাঙ্গাকারা। ৩১ ম্যাচে ১০৮৫ রান আর ৫২টি ডিসমিসালে দুইয়ে গিলক্রিস্ট।