বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার উন্মুক্ত ক্ষেত্র

সিইউএসডি’র আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত)

মানবিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের সকল প্রকার অন্যায়-অসঙ্গতি যুক্তির মাধ্যমে সকলের সামনে সাবলীলভাবে উপস্থাপন করে তা দূরীভূত করার পথ সৃষ্ঠির অন্যতম শক্তিশালী মাধ্যম হলো বিতর্ক। যুক্তি তর্কের মাধ্যমে সত্যকে উদঘাটন করে সঠিক ও ন্যায়ের পথে সমাজকে ধাবিত করতে পারলেই সমাজে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি সম্ভব। ১ জুলাই ২০১৯ সকাল ১০ টায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট’ (সিইউএসডি) আয়োজিতওহঃবৎ উবঢ়ধৎঃসবহঃ উবনধঃব ঈযধসঢ়রড়হংযরঢ়-২০১৯এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব খ আলী আর রাজী।
প্রধান অতিথি প্রফেসর ড. শিরীণ আখতার তাঁর ভাষণে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার উন্মুক্ত ক্ষেত্র। শুধু পঠন-পাঠন নয়, জ্ঞান-গবেষণার অন্যতম তীর্থস্থান চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-গবেষক এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একদিকে জ্ঞান-গবেষণায় রত আছেন অন্যদিক বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত থেকে নিজেদের অধিকতর সমৃদ্ধ করছেন। তিনি আরও বলেন, আমাদের সম্ভাবনাময় মেধাবী তরুণ শিক্ষার্থীরা তাদের মেধার পরিপূর্ণ বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি অধিকমাত্রায় সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত হয়ে নিজেদের অধিকতর দক্ষ-যোগ্য মানবসম্পদে পরিণত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশিত। পরে তিনি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
সিইউএসডি’র সভাপতি জনাব অভিষেক দত্ত-এর সভাপতিত্বে এবং তনু শর্মার পরিচালনায় অনুষ্ঠানে উক্ত সংগঠনের সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় ২২টি দল অংশগ্রহণ করে। এতে চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।