আবারও আত্মসমর্পন বাংলাদেশের, এবার হার পাকিস্তানের বিপক্ষে

চলতি বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না বাংলাদেশ। আরও একবার প্রতিপক্ষের সামনে অসহায় আত্মসমর্পন করলো টাইগাররা। এবার সাকিব আল হাসানের দল হেরেছে পাকিস্তানের বিপক্ষে।

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে এদিন ২০৪ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩২.৩ ওভারেই লক্ষ্য টপকে যায় বাবর আজমের দল।

অবশেষে উইকেটের দেখা পেলো বাংলাদেশ

অবশেষে উইকেটের দেখা পেলো বাংলাদেশ। আব্দুল্লাহ শফিকে ফিরিয়ে ১২৮ রানের বিষ্ফোরক জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করছে পাকিস্তানের ব্যাটাররা

রীতিমতো বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করছে পাকিস্তানের ব্যাটাররা। ১৬ ওভারেই বিনা উইকেটে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয়েছে ৯১ রান।

প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান ৫৩/০

২০৫ রান তাড়ায় প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান।

২০৪ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ
ব্যাটারদের ব্যর্থতা চলছেই! আজও সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলাদেশের ব্যাটাররা। চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২০৪ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। অথচ তখনও বাকি ৪.৫ ওভার!

সেই শর্ট বলেই আউট হলেন সাকিব

চলতি বিশ্বকাপে শর্ট বলের বিপক্ষে বেশ ভুগছিলেন সাকিব আল হাসানও।

আজও ব্যক্তিগত ৪৩ রানে সেই শর্ট বলেই আউট হলেন তিনি। ৩৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৫ রান।
এবার ফিরলেন হৃদয়, ফের চাপে বাংলাদেশ

ছক্কা মারার পরের বলেই ফিরে গেলেন তাওহীদ হৃদয়। ৩১.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান।

বোলিংয়ে ফিরেই রিয়াদকে ফেরালেন শাহিন

প্রথম স্পেলে নেন ২ উইকেট, এবার দ্বিতীয় স্পেলে ফিরেই মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরালেন শাহিন শাহ আফ্রিদি। ৩০.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০ রান।

মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি

চলতি বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটার। ২৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান।

লিটন ফেরায় ভাঙলো প্রতিরোধ

লিটন কুমার দাসের আউটে ভাঙলো প্রতিরোধ। ৪৫ রান করে ফেরেন লিটন। ২০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।

লিটন-রিয়াদের জুটিতে ৫০ রান পার

২৩ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেছেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের জুটি ইতিমধ্যে ৫০ রান পার হয়েছে। ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৫ রান।

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩৭/৩

১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান।

মুশফিকও ফিরে গেলেন, শুরুতেই চাপে বাংলাদেশ

বল হাতে প্রথম ওভারেই ৩ চার হজম করেছিলেন, তবে শেষ বলে মুশফিকুর রহিমকে আউট করে শেষটা দারুণ করলেন হারিস রউফ। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

আবার আঘাত শাহিনের, এবার ফিরলেন শান্ত

দ্বিতীয় ওভারে এসে আবারও আঘাত হানলেন শাহিন শাহ আফ্রিদি। এবার তার শিকার হয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত।

প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ

স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফিরলেন তানজীদ হাসান তামিম।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ শেখ মেহেদীর জায়গায় তাওহীদ হৃদয়কে একাদশে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের মতো পাকিস্তানও হারের বৃত্তে আটকে আছে। এ ম্যাচে তারা একাদশে তিন পরিবর্তন এনেছে। ইমাম-উল-হক, শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজদের জায়গায় একাদশে ফিরেছেন ফখর জামান, আগা সালমান ও উসামা মির

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ- ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।