গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্যের রুটিন কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসন এবং রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃংখলা বিষয়ে আলাপ-আলোচনার জন্য ৩০ জুন চট্টগ্রাম শহরস্থ একটি রেস্তোরায়এক মতবিনিময় সভায় মিলিত হন।
মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আমাদের গৌরব ও অহংকারের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে দেশে মেধাবী ও দক্ষ মানবসম্পদ উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের এই সুমহান গৌরব ও ঐতিহ্য অক্ষুন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) বলেন, বিশ^বিদ্যালয় পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বর্তমানে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অধিকতর চলমান রাখতে সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি সকলকে সাথে নিয়ে যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘœভাবে পরিচালনা করতে পারেন এ জন্য তিনি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ মাননীয় উপাচার্যকে (রুটিন দায়িত্বপ্রাপ্ত) আন্তরিক অভিনন্দন জানান এবং বিশ^বিদ্যালয় পরিচালনায় তাঁদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব প্রণব মিত্র চৌধুরী ও সহকারী প্রক্টরবৃন্দ, পুলিশ সুপার (ট্রাফিক উত্তর) সিএমপি জনাব নাজমুল হাসান, এসপি (রেলওয়ে পুলিশ) জনাব শেখ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মো. জাহাংগীর, এএসপি র্যাব-৭ জনাব কাজী মো. তারেক আজিজ, সহকারী কমিশনার জনাব মুশফিকুন নুর, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বেলাল উদ্দিন জাহাঙ্গীর, বায়েজিদ বোস্তামী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রিটন সরকার, চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. রিয়াজ উদ্দিন চৌধুরী, কতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. কামরুজ্জামান, পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক জনাব শাহাদাত হোসাইন, খুলশী থানার এসআই জনাব মো. নুরুদ্দীন, এনএসআই কর্মকর্তা জনাব নুর হোসাইন, ডিজিএফআই কর্মকর্তা জনাব রেজোয়ান ইসলাম ও জনাব মো. মোস্তাফিজুর রহমান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দউপস্থিত ছিলেন।