জাল লাইসেন্সধারী চালকদের বিরুদ্ধে ট্রাফিক উত্তরের অভিযান শিগগিরই

চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে জাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে যারা গণপরিবহন চালাচ্ছেন শিগগিরই সেসব চালকদের বিরুদ্ধে অভিযান চালাবে ট্রাফিক উত্তর বিভাগ।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে অক্সিজেন মোড়ে একটি রেস্তোরাঁর সেমিনার রুমে আয়োজিত চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক উত্তরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা এ কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে মতবিনিময় সভায় শ্রমিক নেতা মো. ইউনুস ৩ নম্বর রোডে জাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে বেশ কিছু চালক গণপরিবহন চালাচ্ছেন এমন অভিযোগের প্রেক্ষিতে এডিসি কীর্তিমান চাকমা আরও বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে মাঠে জোরদার কাজ করবে ট্রাফিক পুলিশ। যেসব চালক ১৮ বছরের কম বয়সী তারা আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা নয়। তাই তারা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছে। আইন না মেনে যাত্রী হয়রানি করছে। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিব।

বায়েজিদ থানার ট্রাফিক ইন্সপেক্টর মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ট্রাফিক ইন্সপেক্টর ( প্রশাসন) মো. কামাল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার আসিফ মাহমুদ গালিব। বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর (খুলশী) আবদুস ছবুর, ট্রাফিক ইন্সপেক্টর (মোহরা) কামরুজ্জামান রাজ ও বিভিন্ন সড়কের চালক, হেলপার এবং গণপরিবহনের মালিকদের প্রতিনিধিবৃন্দ।