পৃথিবীতে কবে আঘাত হানতে পারে গ্রহাণু ‘বেনু’, জানাল নাসা

পৃথিবীতে অন্য গ্রহের আঘাত বা পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের সংঘর্ষ নিয়ে নানা সময় নানা তথ্যই সামনে আসে, যার বেশিরভাগই হয় গুজব। তবে এবার বিশাল এক গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) নিজেই। শুধু তাই নয়; কবে ওই গ্রহাণু আঘাত হানবে তার দিন-তারিখও জানিয়েছে নাসা।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, পৃথিবীতে আছড়ে পড়তে পারে মহাকাশে এমন একটি গ্রহাণুর সন্ধান পেয়েছে তারা, নাম ‘বেনু’।

ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার বিজ্ঞানীরা গ্রহাণু বেনু বা ১ হাজার ৬১০ ফুট প্রশস্ত মহাজাগতিক বস্তুটির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন, যা পৃথিবীর ওপর ভেঙে পড়তে পারে।

নাসার অনুমান, বেনু যদি পৃথিবীতে আঘাত হানে, তবে এটি প্রতি সেকেন্ডে প্রায় সাত মাইল বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। এটি এতই বড় যে, আছড়ে পড়ার পর গ্রহাণুটি থেকে ১ হাজার ৪০০ মেগাটন শক্তি নিঃসৃত হবে- যা পারমাণবিক অস্ত্র ‘জার বোম্বা’র চেয়ে কমপক্ষে ২৪ গুণ শক্তিশালী।

বিজ্ঞানীদের দাবি, ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবীতে ওই গ্রহাণু আঘাত করতে পারে। যদিও বেন্নু’র পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুব কম বলেই উঠে আসে ২০২১ সালের এক গবেষণায়। বলা হচ্ছে, পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ না হওয়ার সম্ভাবনা ৯৯.৯৬ শতাংশ।