রাউজানের রশিদর পাড়ায় মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজানঃ রাউজানের রশিদরপাড়ায় মাইজভান্ডারী মাহফিল অনুষ্টিত হয়। গত ১৬ আগষ্ট বুধবার বাদে মাগরিব আলী আহমদ ফকিরের বাড়ীতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যেগে সংগঠনের প্রবাসী সদস্য মুহাম্মদ সাকিব ও আরমান এর বাসভবনে তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও মিলাদ মাহফিল এবং জিকিরে ছেমা মাহফিল সংগঠনের সহ- সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় , কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মুহাম্মদ এমদাদ হোসেন রিপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ আবদুল নবী মেম্বার, প্রধান আলোচক হিসেবে তকরীর করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান দক্ষিণ হিংগলা কলম পতি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মুহাম্মদ আনোয়ার সওদাগর, মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ লোকমান,মুহাম্মদ আবদুল মন্নান, মুহাম্মদ কাউছার, জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ২ শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।