সাতদিনের মধ্যে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাবে ভারতের বিক্রম ও প্রজ্ঞান

ইসরোর বিজ্ঞানীরা দুরু দুরু বক্ষে নির্ঘুম রাত কাটাচ্ছিলেন। বুধবার মধ্যরাতে তাঁদের উদ্বেগের কিছুটা অবসান হলো। ইসরো ঘোষণা করেছে যে, চন্দ্রযান চাঁদের কক্ষপথে ১৫৩x১৬৩ কিলোমিটার অরবিটে প্রবেশ করেছে। ২০১৯ সালে এইরকম একটি অবস্থাতেই ভেঙে পড়েছিল ল্যান্ডার বিক্রম। এবার তাই সবরকম সাবধানতা অবলম্বন করা হয়েছে। আজ মধ্য রাত্রি নাগাদ শেষ কক্ষপথে পৌঁছাবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। মূল যান থেকে বিচ্ছিন্ন হয়ে তারা চাঁদে অবতরণের প্রস্তুতি নেবে। আজ চন্দ্রায়ন প্রকল্পের ৩৪তম দিন। ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপিত হয়েছিল এই যান। ১লা আগস্ট পৃথিবীর মায়া কাটিয়ে এই চন্দ্রযান চাঁদের কক্ষপথে সংস্থাপিত হয়।

এবার আসল লড়াই। ২৩শে অগাস্ট বিক্রম ও প্রজ্ঞানের চাঁদের মাটি ছোঁয়ার কথা। এখন দেখার বিষয়- সব ভালো যার শেষ ভালো হয় কিনা!