ইনস্টাগ্রামেও ডাউনলোড হবে ভিডিও, তবে…

প্রতিনিয়তই ব্যবহাকারীদের কথা চিন্তা করে নতুন নতুন সুবিধা নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এসব সুবিধার মধ্যে মানুষের চাহিদার শীর্ষে থাকে ভিডিও বা ছবি ডাউনলোড অথবা নিরাপত্তার ফিচারগুলো। এবার ইনস্টাগ্রাম নিয়ে এলো রিলস (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) ডাউনলোড করার এক সুবিধা।

ইনস্টাগ্রামে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের রিলস ভিডিও পোস্ট করার সুযোগ থাকে। ভিডিওর দৈর্ঘ্য স্বল্প হওয়ায় ইনস্টাগ্রামে রিলসের ভিডিওর দর্শকসংখ্যাও অনেক বেশি। তাই এবার রিলস ভিডিও ডাউনলোড করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

ইনস্টার নতুন এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে অন্যদের পোস্ট করা রিলস ভিডিও ডাউনলোড করে রাখা যাবে। এ সুবিধার ফলে পছন্দের রিলসগুলো ডাটা ছাড়াই বারবার দেখার সুযোগ মিলবে। চাইলে ভিডিওগুলো অন্যদের পাঠানোও যাবে।

তবে ইনস্টাগ্রাম বলছে, সব রিলস ভিডিও ডাউনলোড করা যাবে না। শুধু পাবলিক আইডি (অ্যাকাউন্ট) থেকে পোস্ট করা রিলস ভিডিওগুলোই ডাউনলোড করা যাবে। প্রাইভেট কোনো অ্যাকাউন্টের ভিডিও ডাউনলোড করার সুযোগ থাকবে না।

এ ব্যাপারে ইনস্টার প্রধান অ্যাডাম মোসেরি জানান, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সুবিধা সব দেশে চালু করা হবে। পাবলিক অ্যাকাউন্টের রিলস ভিডিও ডাউনলোড করা গেলেও ভিডিও নির্মাতারা চাইলে ডাউনলোড অপশন বন্ধ করেও রাখতে পারবেন।