অনলাইন নিউজ জগতের জনপ্রিয় দৈনিক দেশ বার্তা’র মতবিনিময় সভা ২১ জুন চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ কাঁশবন রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
প্রকাশক হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন সম্পাদক লায়ন মোহাম্মদ আবু ছালেহ্। সভায় বক্তারা বলেন বর্তমানে অনলাইন সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে যার ফলে অনলাইন জগতে দৈনিক দেশ বার্তা যুগান্তকারী ভূমিকা পালন করছে। সভায় আগামী জুলাই মাসে প্রতিষ্ঠা বার্ষিকী ও পত্রিকা প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সকল প্রতিনিধি গণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এতে বক্তব্য রাখেন এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার, চাঁটগা সময় সম্পাদক এস ডি জীবন, দৈনিক দেশ বার্তা ব্যুরো চীফ হোসেন মিন্টু, হাটহাজারী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জামশেদ, মহেশখালী প্রতিনিধি ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, কোতোয়ালি থানা প্রতিনিধি আনিসুর রহমান ফরহাদ, হাটহাজারী থানা প্রতিনিধি সুমন দাশ গুপ্ত পল্লব, ষ্টাফ রিপোর্টার মোবিনুল হক মনির, আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, শাহাদাত হোসেন প্রমুখ। সভায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পত্রিকা প্রকাশনা সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।