বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ মিরাজের হাতে

২০২২ সালটা স্বপ্নের মতো কাটে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বছরজুড়ে ব্যাট-বলে অনবদ্য পারফর্ম করেন তিনি। তার সুবাদে ২০২২ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের জায়গা পান এই অলরাউন্ডার।

সোমবার এমন কীর্তির সম্মাননা হিসেবে ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন মিরাজ। ফেসবুকে নিজের পেজে ছবি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ’। এর আগে ২০২১ সালে ওয়ানডের বর্ষসেরা দলে জায়গা পান বাংলাদেশের তিন ক্রিকেটার্তমোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ২০২২ সালে বল হাতে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। বছরে সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানে ৪ উইকেট। ব্যাট হাতে ৬৬ গড়ে ৩৩০ রান যোগ করেন মিরাজ। যেখানে সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ছিল।

বর্ষসেরা ওয়ানডে দল- বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।