মরহুম হাজী একরামুল হকের স্মরণ সভায় মেয়র
আজ শনিবার বিকেলে বাংলাবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে মরহুম হাজী একরামুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও চসিক স্বাগতিক ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতিক আলহাজ্ব কিবরিয়া দোভাষ, আলহাজ্ব মো. শফিক আহম্মেদ, শাহাজাহান সাজু, মো. আলমগীর, ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুল ইসলাম বুলবুল, আবদুল ওয়াদুদ রিপন, এম এ হাই রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন জনাব একরামুল হক একজন বিনয়ী ব্যক্তি ছিলেন। বিনয়ী এই মানুষটি ছিলেন বিরল গুনের অধিকারী। নানা আয়োজনে আসতেন প্রানবন্ত এই মানুষটি। তার কথায়, চলনে শারীরিক অসুস্থতার কোনো চিহ্ন বুঝা যেত না। বর্তমান সমাজ যখন ধর্মীয়, গোষ্ঠীগত ও রাজনীতিক ভাবে সংকীর্ণ হয়ে পড়েছে, তখন তাঁর মত উদার নৈতিক মানুষের বড় দরকার ছিল। তিনি আরো বলেন মরহুম একরাম তার দুই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেন। তারা আলোকিত মানুষ হয়ে সমাজের দায়িত্ব গ্রহন করবে। কিন্তু তিনি তা দেখে যেতে পারেননি। তাঁর এই রেখে যাওয়া স্বপ্ন অর্থাৎ দুই সন্তানকে আলোকিত ও গর্বিত মানুষ হিসেবে গড়ে তুলার দায়িত্ব এখন আমাদের সকলেরই। এই দুই সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই মরহুমের আত্মার শান্তি পারে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত করেন বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।